বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
BASANTA JUNIOR HIGH SCHOOL

ঠিকানাঃ ৬ নং বালুখালী ইউনিয়ন, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা, চট্টগ্রাম,বাংলাদেশ

ইআইআইএন নাম্বারঃ ১০৭৮০৪ ,

প্রধান শিক্ষকের বাণী

নন্দলাল চাকমা

প্রধান শিক্ষকের বাণী

পাহাড়-হ্রদ সৌন্দর্যের অপরূপ নিদর্শন রাঙ্গামাটির শিক্ষা প্রতিষ্ঠান বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৬ সনে জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়। শিক্ষাই জাতির মেরুদন্ড । কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী সকলের সম্মিলিত প্রয়াস এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সংস্কৃতি চর্চা, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। আশা করি অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ণ অর্থে শিক্ষা গ্রহণ করবে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।